বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এম ময়নুল হক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪


বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এম ময়নুল হক
ছবি: প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন প্রো-ভিসি হলেন কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম ময়নুল হক। 


বৃৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদিত এবং মোসা. রোখছানা বেগম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ড. এম ময়নুল হক ২০০৭ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এবং ২০০০ সাল থেকে সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অবৈতনিক সদস্য ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। 


আরও পড়ুন: প্রান্তিক জনগোষ্ঠিকে দক্ষশক্তিতে পরিণত করতে কাজ করছে বাউবি


এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে কৃষি অনুষদের ডিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), পরিচালক (যানবাহন), অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) এর দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রোনমি’তে মাস্টার্স ডিগ্রি (এম.এস) লাভ করেন। পরে ১৯৯৫ সালে বশেমুরকৃবি থেকে “কৃষিতত্ত্ব” বিষয়ে পিএইচডি লাভ করেন। 


এর আগে তিনি প্রায় ১২ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (ইঅজও) এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ১৯৯৫-৯৬ মেয়াদে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার কিছু প্রকাশনা রয়েছে। কৃষিবিদ ড. এম ময়নুল হক শিক্ষকতা জীবনে বেশ কিছু এম.এস ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের থিসিস ও গবেষণা বিষয়ে সুপারভিশন করেছেন।


এমএল/