Logo

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এম ময়নুল হক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ০৩:৩৩
28Shares
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এম ময়নুল হক
ছবি: সংগৃহীত

পরে ১৯৯৫ সালে বশেমুরকৃবি থেকে “কৃষিতত্ত্ব” বিষয়ে পিএইচডি লাভ করেন

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন প্রো-ভিসি হলেন কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম ময়নুল হক। 

বৃৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদিত এবং মোসা. রোখছানা বেগম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ড. এম ময়নুল হক ২০০৭ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এবং ২০০০ সাল থেকে সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অবৈতনিক সদস্য ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে কৃষি অনুষদের ডিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), পরিচালক (যানবাহন), অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) এর দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রোনমি’তে মাস্টার্স ডিগ্রি (এম.এস) লাভ করেন। পরে ১৯৯৫ সালে বশেমুরকৃবি থেকে “কৃষিতত্ত্ব” বিষয়ে পিএইচডি লাভ করেন। 

এর আগে তিনি প্রায় ১২ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (ইঅজও) এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ১৯৯৫-৯৬ মেয়াদে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার কিছু প্রকাশনা রয়েছে। কৃষিবিদ ড. এম ময়নুল হক শিক্ষকতা জীবনে বেশ কিছু এম.এস ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের থিসিস ও গবেষণা বিষয়ে সুপারভিশন করেছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD