টানা তিন সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৫ পিএম, ৩১শে অক্টোবর ২০২৪


টানা তিন সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা
ছবি: প্রতিনিধি

পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করে বড় বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছিল শান্ত বাহিনী। কিন্তু মাত্র দুই মাসের মধ্যে তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ধবলধোলাই হওয়ার তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ।


মিরপুরে টেস্টে বেশ বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে পা রেখেছিল শান্ত-মিরাজরা। কিন্তু বাংলাদেশ দল মিরপুরের থেকে আরও বাজেভাবে হারের স্বাদ পেয়েছে বন্দরনগরীতে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস এবং ২৭৩ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।


প্রথম ইনিংসে ৫৭৫ রানের পাহাড় পরিমাণ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। এতে ফলোঅনের ফাঁদে পড়েছে স্বাগতিকরা। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ৩৭৬ রান। কিন্তু তার আগে অলআউট হওয়ায় আবারও ব্যাটিংয়ে নেমেছিল মুশফিক-মুমিনুলরা।


আরও পড়ুন: শান্তর অধিনায়কত্ব কেন কঠিন হচ্ছে, জানাল ফাহিম


এবারেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। মাত্র ১৪৩ রানে অলআউট হয়েছে তারা। এতে ইনিংস এবং ২৭৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও টিকে রইল সফরকারীরা।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ব্যাটার সাদমান ইসলাম। ৩১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়ও। এরপর ২ বলে শূন্য রান করে ফেরেন আগের ইনিংসে ৮২ রান করা মুমিনুল হক।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনে ব্যাট করতে নামা জাকির হাসানও। ২৬ বলে ৭ রান করে আউট হন এই ব্যাটার। এরপর ২ বলে ২ রান করে অভিজ্ঞ মুশফিক লেগ বিফোরের ফাঁদে পড়লে দলীয় ৪৭ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।


আরও পড়ুন: সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাড়াঁচ্ছেন শান্ত


এরপর মিরাজ ৬ রান করে আউট হলে পিচে নিজেকে ধরে রাখতে পারেননি অধিনায়ক শান্ত। ৫৫ বলে ৩৬ রান করে আউট হন তিনি। তাইজুল ১ রান করে আউট হলে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন।


দিনের শেষ সময়ে কেশব মাহরাজকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন এই ডানহাতি ব্যাটার। ৬৪ বলে ২৯ রান করেন তিনি। ৩০ বলে ৩৮ রান করে হাসান মাহমুদ অপরাজিত থাকলেও ৫ বলে শূন্য রান করে নাহিদ আউট হলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ দল। এতে ইনিংস এবং ২৭৩ রানের ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।


প্রোটিয়াদের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন কেশব মাহরাজ। আরেক স্পিনার সেনুরান মুথুসামি নেন চার উইকেট। এ ছাড়াও এক উইকেট শিকার করেন ডেন প্যাটারসন।


এমএল/