Logo

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাড়াঁচ্ছেন শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৩:২৯
সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাড়াঁচ্ছেন শান্ত
ছবি: সংগৃহীত

তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এই বাঁহাতি ব্যাটার

বিজ্ঞাপন

গত বছর ভারতের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর দলনেতা থেকে সরে দাঁড়ান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরই নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার নেতৃত্বে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ দল। সেই সাথে হারিয়ে গেছে শান্তর ব্যক্তিগত পারফরম্যান্সও। তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

শনিবার (২৬ অক্টোবর) বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই শান্তর ব্যাটে রানের দেখা নেই। ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছেন টর্প অর্ডার এই ব্যাটার। তাই নিজের পারফরম্যান্সে উন্নতি করতে নিজের ওপর থেকে নেতৃত্বের চাপ সরাতে চান তরুণ এই ক্রিকেটার।

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হেসেন শান্ত। যা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। মূলত, নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

ক্রিকবাজ বলছে, বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সেটাতে রাজী হননি তিনি। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। আর এবার সরে দাঁড়াচ্ছেন তিন ফরম্যাটের অধিনায়ক থেকেই। তবে এখন পর্যন্ত শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

জানা গেছে, ওমরাহ পালন করে সভাপতি ফারুক আহমেদ দেশে আসলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, সে আমাদের তার সিদ্ধান্ত জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD