Logo

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে নেই তাসকিন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৪, ২৪:৫৫
68Shares
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে নেই তাসকিন
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি মুশফিক-মুমিনুলরা

বিজ্ঞাপন

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি পেসার তাসকিন আহমেদ। এবার সিরিজের দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তাসকিনের বদলি হিসেবে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদকে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান,  জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারত সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল শান্ত বাহিনী। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি মুশফিক-মুমিনুলরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।

বিজ্ঞাপন

এক পরিবর্তন নিয়ে আগামী ২৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে পা রাখার কথা রয়েছে টাইগারদের।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD