প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৯ পিএম, ২রা নভেম্বর ২০২৪


প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা
ছবি: সংগৃহীত

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। । সেই দলটিকে আজ সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।


আরও পড়ুন: যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল


এর আগে, এদিন  সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে।


আরও পড়ুন: অর্ধকোটি বেতন পেয়েও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন বকেয়া থাকা সাবিনারা চ্যাম্পিয়ন

প্রসঙ্গত, গত বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।


জেবি/এসবি