Logo

‘বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি’

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৬:৫৩
82Shares
‘বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি’
ছবি: সংগৃহীত

শনিবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপির সমালোচনা করে কথা বলেছেন সমাজচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, “বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি। তরুণরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী না থেকে স্বৈরাচারী ব্যবস্থার পতন করেছে। দেশের তরুণরা ফিলিস্তিনের জনগণের ওপর হামলার কারণে ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে।”

শনিবার (২ নভেম্বর)  বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এদেশের সাধারণ মানুষ মজলুমদের পক্ষে। যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদ কায়েম করেছে। এর বিলোপ করতে হবে বলে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, “ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।” পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সব ধরনের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে পরাশক্তিগুলো।” পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD