কোরআন শরীফ অবমাননা করায় যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪
মো:এমদাদুল কাসেম সেন্টু: বরিশাল জেলার উজিরপুরে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন ও শিক্ষকদের অবমাননা করায় অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল সরদারের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় গুঠিয়া বন্দরে স্বরূপকাঠি-গড়িয়ার পার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজ।
আরও পড়ুন: উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিক্ষোভ
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আল-কোরআন ও শিক্ষকদের অবমাননা করায় অভিযুক্তকে রবিউল সরদারকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য ২৩ অক্টোবর সকালে উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সভা চলাকালীন সময়ে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার অফিস কক্ষের টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে পরে। ওই টেবিলের উপর কোরআন শরীফ রাখা ছিলো।
আরও পড়ুন: উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেফতার
এ ব্যপারে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, অভিভাবক সদস্য ও শিক্ষকদের নিয়ে আমার অফিস কক্ষে মিটিং করছিলাম। এই মুহূর্তে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার এসে টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে। ওই স্থানে কোরআন শরীফ রাখা ছিলো। এছাড়া আমাদের সাথে খারাপ আচরণ করে।
অভিযুক্ত রবিউল সরদার জানান,আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমাকে না বলে মিটিং করা হয়। তাই আমি রাগান্বিত হই। মূলতঃ চেয়ার না থাকায় টেবিলের উপরে বসেছি। কোরআন শরিফ অবমাননা করিনি।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়া বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা,স্মারক লিপি প্রদান করে এবং থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।
আরএক্স/