ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে স্প্রে ও পাউডার ছিটিয়ে সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
বিজ্ঞাপন
দেশে দিনে দিনে ডেঙ্গু’র প্রকোপ বেড়েই চলেছে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে স্প্রে ও পাউডার ছিটিয়ে সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের খন্দকারের নেতৃত্বে কলেজের খেলার মাঠ ও আটটি আবাসিক হলের সকল জায়গায় ধাপে ধাপে স্প্রে ও পাউডার ছিটানো কার্যক্রম শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এতে আরও অংশগ্রহণ করেন কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।
এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ বলেন, আমরা ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি সুন্দর মনোরম পরিবেশ চাই। ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকে। ঢাকা কলেজ ছাত্রদলের অনুপ্রেরণায় আমরা আজকের এই কাজটি করছি। এখানে মূলত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে মূলত আমরা আজকের এই কর্মসূচি পালন করছি। কলেজ প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যতটুকু কাজ করার দরকার এটা করে ক্যাম্পাস কে নিরাপদ রেখে ছাত্রদের সুস্থতা বজায় রাখতে হবে।
বিজ্ঞাপন
এ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান খন্দকার বলেন, আমরা বিগত কিছুদিন যাবত খেয়াল করলাম ক্যাম্পাসে প্রচুর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। আমি লক্ষ্য করেছি আমাদের বন্ধু, সহপাঠী এবং ছোট ভাইয়েরা সবসময়ই প্রায় জ্বরে আক্রান্ত থাকে এজন্য আমাদের খুবই কষ্ট লাগে।
বিজ্ঞাপন
সচেতনতা বৃদ্ধি করলে আসলে কিন্তু ডেঙ্গু থাকে না। আমরা যদি নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখি তাহলে কিন্তু ডেঙ্গু আমাদের আক্রমণ করতে পারবে না। দেশ-নায়ক তারেক রহমানের গোটা দেশব্যাপী নির্দেশনা দিয়েছেন, তোমরা ছাত্রদের পালস বুঝে ছাত্রদের সাথে কাজ করো, শিক্ষার্থীবান্ধব কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








