Logo

ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর হবে: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৪, ০৬:০৭
43Shares
ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্পের জয় প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেছেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের হিন্দুদের নিয়ে ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি, ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন। মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে।

বিজ্ঞাপন

এদিকে, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

ট্রাম্পকে দেওয়া অভিনন্দন বার্তায় ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় এবং তা বাড়তে থাকে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে বাংলাদেশ সরকার উন্মুখ রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর হবে: প্রেস সচিব