Logo

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের কর্মসূচি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৪, ০৭:১৮
29Shares
আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

অনুরূপ কর্মসূচি ইনস্টিটিউশনের ৭১টি সাংগঠনিক জেলায় পালিত হবে

বিজ্ঞাপন

৮ নভেম্বর আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ‘বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যে  দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। 

বুধবার (৬ নভেম্বর) সকালে কাকরাইলের আইডিইবি ভবনে সংগঠনের পক্ষে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা কালে অন্তর্বর্তীকালিন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন একথা জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হ”েছ। ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি দেশের উন্নয়নের ভিত্তি। ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত মহান বিজয়ের মধ্য দিয়ে উন্নয়নের যে অপার সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগানোর জন্য বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের কোন বিকল্প নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  

গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্যের আলোকে জনমত সৃষ্টির কর্মপ্রয়াসে সংবাদ সম্মেলনে গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে ৮ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে আইডিইবির প্রয়াত নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলী ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালিপূর্ব আলোচনা ও র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠান, ১৪ নভেম্বর সকাল ১১টায় রক্তদান কর্মসূচি ও বিকাল ৪টায় আইডিইবি ভবনে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ শীর্ষক সেমিনার, ১৬ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে নবীন-প্রবীণ মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব কর্মসূচি ছাড়া সামাজিক দায়বোধ থেকে আইডিইবি’র উদ্যোগে দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ প্রদান, প্রতিপাদ্য ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হবে। অনুরূপ কর্মসূচি ইনস্টিটিউশনের ৭১টি সাংগঠনিক জেলায় পালিত হবে।

 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক প্রকৌ. মো. কবীর হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. মো. ফজলুল হক, প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. জয়নাল আবেদীন, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. জসিম উদ্দিন রানা, প্রকৌ. মো. সোলায়মান (ভিপি), প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মো. মোস্তফা কামাল, প্রকৌ. মো. শাহাবুদ্দিন সাবু, প্রকৌ. হোসনে আরা পারভীন, প্রকৌ. এস কে মাহমুদ প্রমুখ। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD