Logo

ইবিতে পলিথিন মুক্তকরণ কর্মসূচি

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৪, ০১:১৮
37Shares
ইবিতে পলিথিন মুক্তকরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’

বিজ্ঞাপন

‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানে ক্যাম্পাস পলিথিন মুক্তকরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েজ ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা, ঝাল চত্বর, ডায়না চত্বর, জিয়ামোড়, বঙ্গবন্ধু পুকুর পাড়, প্রশাসন ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন এবং আবর্জনা সংগ্রহ করে একত্রিত করে তা ধ্বংস করেন।

এ সময় কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, পরিবেশকে সুন্দর রাখতে হলে অবশ্যই পলিথিন মুক্ত রাখতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা ক্যাম্পাসে পরে থাকা পলিথিনকে একত্রিত করে তা ধ্বংস করছি এবং সকলের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, পলিথিনের ব্যবহার যতটা কমিয়ে আনা যায়।

বিজ্ঞাপন

জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেটা ইকো সিস্টেমের যুগ। আমরা পলিথিন ইউজের সময় যদি একটু বুদ্ধি করে ইউজ করি, তাহলে সুন্দর একটা পরিবেশ গড়তে পারবো। তাই একটা পলিকে কতবার ইউজ করা যায় সর্বোচ্চ সেদিকে নজর দেয়া উচিত। আমরা পলিথিনকে রিসাইক্লিং করছি না। আমাদের রিসাইকেল করতে হবে। আমাদের মনে করতে হবে পলিথিন সীমিত। যতটুকু আছে সে অংশই বারবার ব্যবহার করতে হবে। তাহলে পলিথিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমাদের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে কিভাবে পলিথিনকে মাটিতে মিশিয়ে দেয়া যায়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সামাজিক সংগঠন গ্রীন ভয়েজ যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন ক্যাম্পাসের স্বপ্ন দেখছি তারা এধরণের কাজের মাধ্যমে এগিয়ে এসে আমাদের সুন্দর ক্যাম্পাস গড়তে সহায়তা করবে আশাকরি।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD