Logo

গুণীর কদর যে দেশে থাকে না সেই দেশ অগ্রসর হতে পারে না: ইবি উপাচার্য

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ২৪:৪৭
28Shares
গুণীর কদর যে দেশে থাকে না সেই দেশ অগ্রসর হতে পারে না: ইবি উপাচার্য
ছবি: সংগৃহীত

সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়?

বুধবার (৩০ অক্টোবর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের(ইবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পাশাপাশি ফ্যাকাল্টি ভিত্তিতে বেস্ট টিচার্স এওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির বিষয়টি থাকবে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা। এছাড়াও পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।

বিজ্ঞাপন

অনুষদটির ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় মতবিনিময় সভায় তাঁরা স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।  

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD