Logo

আরাকান আর্মির থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনলো বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০২:৪৬
আরাকান আর্মির থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনলো বিজিবি
ছবি: সংগৃহীত

পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে

বিজ্ঞাপন

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন পর ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে এই দুইজনকে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেরত আনা কিশোররা হলো, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়। কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD