লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিদিন আসছে ডেঙ্গু রোগী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪
লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিনই আসছে ডেঙ্গু রোগী।
আরও পড়নু: লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর দুইটার তথ্যমতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসারত আছে ৪জন ডেঙ্গু রোগী।
পহেলা জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৭জন রোগী এসেছেন তার মধ্য ৩৩ জন সুস্থ হয়ে ফিরে গেছে।
চিকিৎসাধীন রয়েছে ৪জন তবে তারা আশংকা জনক নয়। মহিলা ৯জন এবং পুরুষ ৩৭ জন। সকল বয়সের রোগীরাই আক্রান্ত হচ্ছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ফেনসিডিলসহ পিকআপ উদ্ধার করেছে বিজিবি
লালমনিরহাট সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ আব্দুল মোকাদ্দেম জানায় যে এ পর্যন্ত যে সকল রোগী এসেছে তাদের বেশিরভাগই ঢাকা থেকে আসা অথবা তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছে। তবে চিন্তার কোন কারন নেই। ভালো চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে। এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা পেয়েই রোগীরা ফিরে যাচ্ছে। তবে সচেতনতা আর ও বৃদ্ধি পাওয়া উচিত।
এসডি/