ত্রিশালে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪
ময়মনসিংহের ত্রিশালে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মৎস্য অফিসের সহকারি মৎস্য অফিসের নের্তৃত্বে অভিযান পরিচালনা করেন ত্রিশাল মৎস্য আড়তে।
এ সময় রাখাল বাবুর আড়তে অভিযান পরিচালনা করে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে মাছের মালিক জেলার ভালুকা উপজেলার ভিরুনিয়া এলাকার আঃ মালেক পালিয়ে যায়।
আরও পড়ুন: জামালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা
পরে জব্দকৃত মাছগুলো ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল মৎস্য অফিসের সিনিয়র মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুম ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ( ওসি) মনসুর আহাম্মদের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়।
জহিরুল ইসলাম জানান, জব্দকৃত মাছের বর্তমান বাজার মূল্য ৬০ (ষাট) হাজার টাকা।
আরও পড়ুন: শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
উপস্থিত অনেক ব্যক্তিই জানান, পর্বে এমন তদারকি না থাকায় ত্রিশাল মৎস্য আড়তে অন্য উপজেলা থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল।
মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে ত্রিশাল মৎস্য অফিসের সাবেক সিনিয়র মৎস্য অফিসার তোফায়েল আহমেদ জানান, আমি ত্রিশালে চাকুরি কালীন সময় নিয়মিত আড়ৎ পরিদর্শন করেছি।
আরএক্স/