আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে: বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি
এ সময় মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার হাসিনা গত ১৬ বছরে তার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ গড়ার সুযোগ হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই মিলে লড়াই করেছেন। নিজের অধিকার রক্ষায় দেশের মানুষ বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীকাল সমাবেশের ডাক আওয়ামী লীগের
তিনি আরও বলেন, হাসিনার সময় অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তবে, দেশ গড়ার দ্বিতীয় যে সুযোগ আমরা পেয়েছি, সেখানে অবশ্যই বাংলাদেশকে তার নিজস্ব সত্তার ওপর ভিত্তি করে দাঁড়াতে হবে।
মির্জা ফখরুল বলেন, ফ্যাস্টিট স্বৈরাচারের সব ধরণের ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়া হবে। ইনশাআল্লাহ, আমরা সে যুদ্ধে জয়ী হব।
এমএল/