Logo

আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৪, ০২:২৩
39Shares
আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখলে তাদেরকে আইনের হাতে তুলে দিবো।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) ও সেক্রেটারি মৃধা জুলহাসের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

এরপর মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক দিয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে  ঢাকা কলেজের গেইটে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, ‘এই মূহুর্তে দরকার খালেদা জিয়ার সরকার, শিক্ষা-ঐক্য-প্রগতি ছাত্রদলের মূল নীতি, এই মূহুর্তে দরকার ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের দালারেরা হুশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরলো কেন? খুনি হাসিনার ফাঁসি চায়’।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, গত ৫ আগস্টে জনরোষের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার প্রেতাত্মা-দোসররা বাংলাদেশে বিরাজমান। তাদের অপকর্ম প্রতিহত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিবো না। আমরা কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখলে তাদেরকে আইনের হাতে তুলে দিবো।

বিজ্ঞাপন

সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরার চলে যায়নি। ঢাকা কলেজের সকল নের্তৃবৃন্দের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD