জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০টি ড্রাম ট্রাক ও পাঁচ শতাধিক বারকি নৌকা জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়।
আরও পড়ুন: গোয়াইনঘাটে হাইড্রোলজি নিয়ে মাস্টারপ্লানের প্রয়োজন
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর মিলে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুম পাড়, কান্দুবস্তি, নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এছাড়া ৫০টি যানবাহন ( ড্রাম ট্রাক, পে লোডার, ট্রাক) ও পাঁচ শতাধিক বারকি নৌকাও জব্দ করা হয়।
প্রশাসন জানায়, অভিযান শেষে নদী ও নদী তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্রাশার মিল পরিদর্শন করা হয়েছে। মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে।
আরও পড়ুন: অবশেষে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বদলি
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ উপস্থিত ছিলেন।
দিনভর টাস্কফোর্স অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযানকালে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা জব্দকরা মালামাল ছাড়িয়ে নেয়ার জন্য বিপুল সংখ্যক জনবল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।
এমতাবস্থায় পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াসিনের নিকট থেকে মুচলেকা আদায় করা হয়। পরিবহন মালিক-শ্রমিকেরা ইসিএভুক্ত এলাকাসহ গোয়াইনঘাটে বালু-পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাস্কফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।
ইউএনও জানান, সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে।
আরএক্স/