সদরপুরে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জেল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪


সদরপুরে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জেল
ছবিঃ সদরপুরে গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে সার মজুদ ও গোপনে বিক্রির দায়ে বিএডিসির ও স্থানীয় কৃষি অধিদপ্তরের সার বিক্রয়কারী লাইসেন্সধারী এক সার ডিলার কে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 


সার ডিলার সদরপুর উপজেলার শৌলডুবী বাজারের বিএডিসি ও স্থানীয় কৃষি অফিধদপ্তরের সার বিক্রয়রের অনুমোদিত ডিলার। তার নাম আবুল কাসেম(৬৫)।


আরও পড়ুন: শ্রীপুরে চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ, হামলার অভিযোগ


সে কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত জৈনদ্দিন মুন্সীর পুত্র। সম্প্রতি বিভিন্ন প্রণোদনার সার অবৈধভাবে ক্রয় করে এবং সরকারিভাবে উত্তোলনকৃত সার মজুদ করে রাখেন। ডিলারের নিজ প্রতিষ্ঠান কৃষ্ণপুরের শৌলডুবী থেকে সদরপুর উপজেলা সদরের রাজিয়া সিনেমা হলপাড় সংলগ্ন একটি ভাড়া গুদামে ওই সার গোপনে মজুদ করে। 


গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার গুদামে অভিযান চালায়। অভিযানে গুদাম ঘর থেকে ৪শ বস্তা ডিএপি সার জব্দ করে। 


একই সময়ে গুদাম থেকে ডিলার আবুল কাসেম কেও আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় অবৈধভাবে মজুদ ও ওজনে কম দেওয়ার দায়ে তাকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে জব্দকৃত সার উপজেলায় নিয়ে আসে আদালত।


আরও পড়ুন: শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রীসহ প্রেমিক কে হত্যা স্বামীর


এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জব্দকৃত সার বাজেয়াপ্ত করে নিলামে বিক্রয় করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।


এ ব্যাপারে সদরপুর উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলায় মিটিং করে তার লাইসেন্স বাতিল করা হবে।


আরএক্স/