ডুয়েট দুইদিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ডুয়েট ডিবেটিং সোসাইটি (ডিডিএস) এর আয়োজনে দুইদিন ব্যাপী প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বিপ্লবী বাংলা ২.০ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে ১০১ দিন পর খুলল গাজীপুরের সাফারি পার্ক
‘বিপ্লবী জুলাই সংস্কার মিছিল / যুক্তিতে মুক্তি অশুভ নিখিল ’ শ্লোগানকে সামনে রেখে দুইদিন ব্যাপী (১৫ ও ১৬ নভেম্বর) এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, সহযোগী পরিচালক জনাব মো. রেজাউল করিম সহ সংগঠনের সাবেক বিতার্কিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আব্দুল্লাহ আল কুরাইশ, অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাসুম হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক মো. রায়হান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিতার্কিক, বিচারকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি/