Logo

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৪, ২০:৫১
30Shares
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই
ছবি: সংগৃহীত

১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন

বিজ্ঞাপন

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে তিনি মারা যান। ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম নেওয়া ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন।

বিজ্ঞাপন

১৯৭০ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে ফজলুল করিম তার কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। এরপর ২০১০ সালে দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD