Logo

পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৪, ০৮:০৫
পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল
ছবি: সংগৃহীত

এ সময় আটক যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয় আসে

বিজ্ঞাপন

জামালপুরের মেলান্দহে ছাগল চুরি করে অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশার। এ সময় আটক যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয় আসে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মালঞ্চ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে পুলিশ আটক করে। যুবক আলমগীর সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার  মো. আমান উল্লাহর ছেলে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের একটি সিএনজিকে ধাক্কা দেয় অটোরিকশা। এ সময় ডিবি পুলিশ ওই যুবককে অটোরিকশা থেকে নামতে বললে আলমগীর নামতে রাজি হননি। পরে জোর করে নামানোর সময় তার লুঙ্গির নিচ থেকে একটি ছাগল বের হয়ে আসে।

জিজ্ঞাসাবাদে ছাগল চুরি করার কথা স্বীকার করেন যুবক। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD