জীবননগর পৌরসভার সাবের মেয়র রফিক গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪


জীবননগর পৌরসভার সাবের মেয়র রফিক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পোনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: রাজাপুরে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপণ


পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেন আনার বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।


চলতি বছরের গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগরসহ মামলার অন্য আসামীরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গণশান্তি বিরোধী মিছিল নিয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বাঁধাগ্রস্ত ও আতঙ্কের সৃষ্টি করে।


এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন আনার প্রতিবাদ করলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা আনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আনারের সাথে থাকা তুষার নামের অন্য এক যুবদল নেতাকে তারা বেধড়ক মারধর করে জখম ও হত্যা চেষ্টা করে।


 জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, এ মামলার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ ১২২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়।


আরও পড়ুন: ইন্দুরকানীতে গ্রাম পুলিশের হাতে স্কুল ছাত্রী ধর্ষিত


আর এ মামলায় প্রাথমিক তদন্তে উল্লেখিত ঘটনার সাথে সাবেক মেয়র রফিকুল ইসলামের আসামীর সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।


এ ব্যাপারে সাবেক মেয়র রফিকুল ইসলামের পরিবারের দাবী, আমাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জীবননগর থানা পুলিশ ওসি সাহেবের সাথে দেখা করার কথা বলে তুলে নিয়ে এসে এ মামলায় আসামী হিসিবে আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হচ্ছে। এ মামলার সাথে আমার জড়িত থাকার ব্যাপারটি কেউ প্রমাণ করতে পারবে না।


আরএক্স/