Logo

জীবননগর পৌরসভার সাবের মেয়র রফিক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৪, ০২:৩১
81Shares
জীবননগর পৌরসভার সাবের মেয়র রফিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

জীবননগর পৌরসভার সাবের মেয়র রফিক গ্রেফতার

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পোনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেন আনার বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

চলতি বছরের গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগরসহ মামলার অন্য আসামীরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গণশান্তি বিরোধী মিছিল নিয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বাঁধাগ্রস্ত ও আতঙ্কের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন আনার প্রতিবাদ করলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা আনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আনারের সাথে থাকা তুষার নামের অন্য এক যুবদল নেতাকে তারা বেধড়ক মারধর করে জখম ও হত্যা চেষ্টা করে।

বিজ্ঞাপন

 জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, এ মামলার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ ১২২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়।

বিজ্ঞাপন

আর এ মামলায় প্রাথমিক তদন্তে উল্লেখিত ঘটনার সাথে সাবেক মেয়র রফিকুল ইসলামের আসামীর সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাবেক মেয়র রফিকুল ইসলামের পরিবারের দাবী, আমাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জীবননগর থানা পুলিশ ওসি সাহেবের সাথে দেখা করার কথা বলে তুলে নিয়ে এসে এ মামলায় আসামী হিসিবে আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হচ্ছে। এ মামলার সাথে আমার জড়িত থাকার ব্যাপারটি কেউ প্রমাণ করতে পারবে না।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD