‘খেলা হবে’ মানসিকতার পরিবর্তন হয় নাই: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪
দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা তাঁদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করছে। গুম-খুন এবং লুটপাটের মাষ্টারমাইন্ড ওবায়দুল কাদের-নানকরা কর্মীদের মধ্যে যে “খেলা হবে” মানসিকতা তৈরি করেছিলো সেটার পরিবর্তন হয় নাই। পতিত স্বৈরাচার হাসিনা এখনো খুনের নেশায় উন্মাদ হয়ে আছে।”
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য কোন সরকার হয় না: ববি হাজ্জাজ
মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, “ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সহিংসতার ঘটনা ’২৪ এর গণঅভ্যুথানের মূলমন্ত্র বিরোধী। ছাত্রদের ভিতরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে এবং উষ্কানি দিয়ে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে। একদিকে সাধারণ মানুষদের টাকার লোভ দেখিয়ে শাহা্বাগে আনা হচ্ছে অন্যদিকে ইসকনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে পরাজিত শক্তি। এসব ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চালাতে হবে।”
প্রশাসনে আওয়ামী দোসরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের স্থবিরতা দূর করতে যখনই দৃশ্যমান পদক্ষেপ নেয়া শুরু করেছে তখনই ফ্যাসিবাদের অনুগতরা ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্কমুক্ত কর্মকর্তা এবং নাগরিক সমাজ থেকে যোগ্য লোকদের বাছাই করে সাময়িক বিভিন্ন দায়িত্ব প্রদান করা যেতে পারে। কোনভাবেই আওয়ামী দোসরদের ক্ষমতার কাঠামোতে স্থান দেয়া যাবে না।”
অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “আমরা ড.ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এই সরকারকে যারাই অস্থিতিশীল করতে চাইবে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে তাঁদের বিষদাঁত ভেঙ্গে দিব। চলমান নানা সংকট মোকাবেলায় সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতে হবে। ফ্যাসিবাদের কোন স্থান এদেশে সহ্য করা হবে না।”
আরও পড়ুন: শেখ হাসিনা একজন "সাইকোপ্যাথ কিলার": ববি হাজ্জাজ
আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসাবে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “ফ্যাসিষ্ট রাজনৈতিক দলের কোন অধিকার নেই এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার। আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক গণহত্যা, গুম, ভোটাধিকার হরণ এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। এই দলটিকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিবৃতিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, “সার্চ কমিটির মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা বর্তমান নির্বাচন কমিশনের কাছে দ্রুত একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই। জনগণের নির্বাচিত সরকার সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণঅভ্যুথানের আকাঙ্খা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি।”
আরএক্স/