Logo

৪ দিনে ১০ জেলা সফর করতে বের হচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৪:১৩
৪ দিনে ১০ জেলা সফর করতে বের হচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের জেলা সফরে বের হচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা নয়; বরং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহত যোদ্ধা ও নেতাদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশ নেওয়া এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা।

বিজ্ঞাপন

সফরের প্রথম দিন, ১১ জানুয়ারি, তিনি ঢাকা থেকে সকালে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। পরের দিন, ১২ জানুয়ারি, বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরে যাবেন এবং ঠাকুরগাঁওয়ে রাত কাটাবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কার্যক্রম শেষ করে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং পুনরায় রংপুরে রাতযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন

সফরের সময় নির্বাচনী আচরণ বিধি মেনে চলা হবে। এই কারণে সফরে অংশগ্রহণকারী জেলা নেতাকর্মীদের কোনো নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা প্রচারণামূলক কার্যক্রম প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানিয়েছেন, সফরের সময় তারেক রহমান কেবল মৃত ও আহত যোদ্ধা, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া সফরের প্রাথমিক সূচি কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

সফরের ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের এই সফরের বিষয়ে জানানো হয়েছে।

এই সফর রাজনৈতিক প্রচারণা নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহত নেতাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় ঐতিহ্য ও নৈতিক দায়িত্ব পালন করার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD