Logo

তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৫
তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেন আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের মশাল শহীদ জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় ধরে বহন করেছেন বেগম খালেদা জিয়া। এখন সেই দায়িত্ব তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কখনও আপস করেননি। তিনি ছিলেন আপসহীন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজ আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের অনেকের মন্তব্য ১/১১ এর পক্ষে ছিল। তারা সেই সময় সহায়ক ভূমিকা পালন করেছিল। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আপস করেননি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিয়েছিলেন। এটা একদিনে তৈরি হয়নি। মানুষের হৃদয়ের টানে তারা জানাজায় অংশ নিয়েছে। আমরা এ প্রতিফলন দেখতে পেয়েছি। সারা বিশ্বে এত বড় জনসমাবেশের কথা আমি কমই শুনেছি। বাংলাদেশের মানুষের জন্য বেগম জিয়ার মনে বিশেষ জায়গা ছিল, এবং তা আমাদেরকে ধরে রাখতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফ। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের অন্যান্য নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD