জাতীয় পার্টির পুনর্বাসন আমরা চাই না: ইসিকে আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখায় জাতীয় পার্টির নির্বাচনে থাকা গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
তিনি বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদী শাসনের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি—নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না। জনগণের ভোটের মাধ্যমে এই দলকে বৈধতা দেওয়ার প্রশ্নই আসে না।
বিজ্ঞাপন
এনসিপির এই দাবির বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, কমিশন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে এবং জানিয়েছে, আইন ও বিধিমালার আলোকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বর্তমানে ১৬৭ জন প্রার্থী বৈধ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।








