Logo

বিকেলে ইসির সঙ্গে বৈঠকে বসছে জামায়াতের প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৫:২৭
বিকেলে ইসির সঙ্গে বৈঠকে বসছে জামায়াতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বিকেল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইসিকে তাদের অবস্থান এবং সুপারিশ উপস্থাপন করবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

তারা বৈঠকে আসন্ন নির্বাচনের পরিবেশ, ভোটের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অন্যান্য নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলগুলোর সমস্যা ও সুপারিশ শোনা হয়ে কমিশন কার্যক্রমে তা সমন্বয় করে থাকে, যাতে ভোটের প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD