মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৬ পিএম, ২৭শে নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে যেতে ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসের প্রবেশ করেন তিনি।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত কাজে আজ আমেরিকান দূতাবাসে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপির শীর্ষ নেতারা
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখানে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক

‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন

৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন কাল, পরিদর্শনে মির্জা ফখরুল
