Logo

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, ০৩:১৫
38Shares
ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ছবি: সংগৃহীত

কুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিজ্ঞাপন

মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

 বুধবার (২৭ নভ্ম্বের) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সত্রে জানাযায়, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির  মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে বুধবার আদালতে হাজির করা হয়। এরপর আসামী পক্ষের আইনজীবী ফজলে রাব্বি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, যেহেতু এ মামলায় সব আসামির বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে, তাই নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত তা বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় জানান, হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD