Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৩৫
69Shares
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আমাদের সামনে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে

বিজ্ঞাপন

চলমান সংকট নিরসনে এই মুহূর্তে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল, সম্প্রতি উদ্ভুদ পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, শিক্ষার্থীদের কয়েকটি কলেজের সমস্যা এসব বিষয় নিয়ে দলের উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে যেন কোনো বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের। আমাদের সামনে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমারদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সাধারণ জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেন।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD