ইসকনের বাধা চাতলাপুর শুল্ক স্টেশনে রপ্তানি বন্ধ ১০ লক্ষ টাকা ক্ষতি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪
চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ইসকনের বিক্ষোভ ও প্রতিবাদে দুই দিন ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজার কমলগঞ্জে মজিদ বক্স লাউ চাষে স্বাবলম্বী
বুধবার (২৭ নভেম্বর) ত্রিপুরায় রপ্তানির জন্য আসা ৬ ট্রাক খালাসে কৈলাশহর ঢুকতে দেয়নি প্রতিবাদীরা। ফলে ৬ ট্রাক মাছে ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কৈলাশহরের মনু স্থল শুল্ক স্টেশনে ভারতীয় ইসকন সদস্য ও সমর্থকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী জসিম উদ্দিন ও রুবেল মিয়া জানান, নিয়মিত রপ্তানির অংশ হিসেবে তারা ৬ ট্রাক বাংলাদেশী মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসেন। এখানে আসারা পর ভারতীয় অংশে মনু স্থল শুল্ক স্টেশন এলাকায় ভারতীয় ইসকন সদস্য সমর্থকদের বিক্ষোভ দেখে শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রেখে শান্ত হয় কিনা তার জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা পর্যন্ত ভারতীয় বিক্ষোভকারীর অনড় থাকলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এলাকা খুলনা থেকে মাছের ট্রাক এনে আবার খুলনায় পাঠানো হয়। এতে তাদের ট্রাক প্রতি দেড় লক্ষাধিক টাকা করে ক্ষতি হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
তারা আরও জানান, বৃহস্পতিবার সকালে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে গিয়ে দেখা যায় ত্রিপুরার মনু স্থল শুল্ক স্টেশনে ইসকনের প্রতিবাদীরা অনড় অবস্থানে আছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান ভারতীয় ইসকনের বিক্ষোভ ও প্রতিবাদে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে গত দুই দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,পরিস্থিতি স্বাভাবিক না হলে আর উভয় দেশের ব্যবসায়ীরা ব্যবসার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হলে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
এসডি/