গাজীপুরে ৬ মাসে ৫১৪ জন নারী নির্যাতনের শিকার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪
গাজীপুরের পাঁচটি উপজেলায় গত ৬ মাসে ৫১৪ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ২১৩ জন, যৌতুকের জন্য নির্যাতনের শিকার ২০ জন, ফেসবুকে হয়রানির শিকার ১২ জন নারী। এর মধ্যে শিশুসহ স্কুলশিক্ষার্থী ১৫ জন। চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আইন ও সালিশের অগ্নি প্রকল্পের সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের মিলনায়তনে অগ্নি প্রকল্প নারীর প্রতি সহিংসতা অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
পরিসংখ্যান অনুযায়ী আইনি সেবা প্রয়োজন ছিল ১৪৫ জন নারীর। চিকিৎসাসেবা প্রয়োজন ছিল ২৯ জনের, মনস্তাত্ত্বিক পরামর্শ সেবা প্রয়োজন ছিল ১৬১ জনের, আশ্রয় সেবা প্রয়োজন ছিল ৯ জনের।
অগ্নি প্রকল্পের আওতায় প্রাথমিক কাউন্সিলিং সেবা প্রদান করা হয় ১৫৭ জন নারীকে, আইনি সহায়তার জন্য পরামর্শ দেওয়া হয় ৫১ জনকে, সিএসওয়ের উদ্যোগে স্থানীয়পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয় ১৬ জনের, চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ৫ জনকে, পরামর্শের ভিত্তিতে আদালতে মামলা করেন ১৬ জন।
এ সময় তারা গত ৬ মাসের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে মোট ৬৯ জন নারী নির্যাতনের শিকারের তথ্য উঠে আসে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন, বিভিন্ন ভাবে হত্যার শিকার ১৭ জন, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার ৪, লাশ উদ্ধার হয়েছে ১২ জনের, ধর্ষণের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন ৫ জন। এছাড়া শারীরিক নির্যাতনের শিকার ১২ জন এবং শারীরিক নির্যাতনের পর আত্মহত্যা করেছে ৩ জন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল ও গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। পরিচয়পর্বের চিত্র তুলে ধরেন মনিটরিং অফিসার জান্নাতুল আনজুম অর্পি।
আরও পড়ু: গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রকল্পের লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আসমা খানব রুবা। অগ্নি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন একাউন্টস্ এন্ড এডমিন অফিসার পেমেলিয়া সাহা ও ডাটা কনসালটেন্ট মহসীন আলী।
এসডি/