শ্রীনগরে আগাম লাউ চাষে লাভবান কৃষক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪


শ্রীনগরে আগাম লাউ চাষে লাভবান কৃষক
ছবি: প্রতিনিধি

সারা বাংলায় লাউ একটি জনপ্রিয় সবজি। এটি শীতকালীন সবজি হলেও বর্তমান সময় বছর জুড়েই এর চাষ হচ্ছে। মুন্সীগঞ্জের শ্রীনগরে আগাম লাউ চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। মৌসুমী সবজির বাগানগুলোতে প্রচুর পরিমাণে লাউ চাষ করতে দেখা গেছে।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে কৃষকের ২৮ টাকার আলু এখন বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়! বীজ নিয়ে শঙ্কায় কৃষক


তবে এর আগে দুই দফা বৃষ্টিতে লাউয়ের চারা নষ্ট হওয়ার পর পরবর্তীতে আবার রোপন করা হয়েছে। স্থানীয় হাটবাজার কিংবা ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে উৎপাদিত আগাম লাউ পাওয়া যাচ্ছে। তবে লাউ বিক্রি হচ্ছে কিছুটা চড়াদামে। খোলা বাজারে মাঝারি সাইজের লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৭০-১৫০ টাকা। স্বাদের লাউ কিনতে ক্রেতারা ভিড় জামাচ্ছেন।


সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীনগর সদর, উমপাাড়া হরপাড়া, বালাশুর নতুন বাজার খালপাড় ও আড়িয়ল বিল সংলগ্ন শ্যামসিদ্ধি-গাদিঘাটের বিভিন্ন ভিটাসহ বেশ কিছু স্থানে আগাম লাউয়ের পাশাপাশি মৌসুমী শাক-সবজির চাষ করা হচ্ছে। বছরের এই সময়ে দেশী হাইব্রিড ও ভিয়েতনামী জাতের লাউ চাষ করছেন স্থানীয়রা। অল্প খরচে এসব জাতের আগাম লাউ চাষে কাঙ্খিত ফলন হওয়ায় অধিক লাভবান হওয়া হচ্ছে। 


স্থানীয়রা জানিয়েছেন, হালকা সবুজ-সাদা লম্বা ও গোলাকৃতির লাউগুলো দেখতে যেমন সুন্দর এটা খেতেও সুস্বাদু। লাউয়ের সিজন না হওয়ায় বজির বাজারে মানুষের চাহিদার শীর্ষে রয়েছে আগাম লাউ। তবে বাজারে তুলনামূলক ভাবে লাউয়ের মূল্য অনেকাংশে বেশী। 


আরও পড়ুন: মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নার্সকে মারধরের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে


উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন জানান ,উপজেলায় প্রায় সাড়ে ৫৮৫  হেক্টর  জমিতে  মৌসুমী শাক-সবজি চাষ হয় যার মধ্যে ১৫০ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে। এছাড়া পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে প্রতিটি পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে উদ্বুদ্ধ করা হচ্ছে। উন্নত ফলনশীন জাতের সবজি চাষের জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে।


এসডি/