ব্রিটিশ হাইকমিশনারের কাছে পাচার হওয়া অর্থ ফেরত চাইলেন মাহফুজ

আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই
বিজ্ঞাপন
স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্রিটেনে পাচার হওয়ার অর্থ ফেরত চেয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাহফুজ আলম বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আপনার (সারাহ কুক) দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।
তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের মানুষের কোনো মর্যাদা ছিল না। জুলাই বিপ্লবের আর্দশ ছিল মর্যাদাপূর্ণ। সুতরাং এই বিপ্লবের সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িত।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সমতা এবং ন্যায়বিচারের জন্য সংগ্রাম-লড়াই করেছে। এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতেই হবে।
বিজ্ঞাপন
এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন মাহফুজ আলম।
বিজ্ঞাপন
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং অন্তর্ভুক্তিমূলক একটি গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন সারাহ কুক।
বিজ্ঞাপন
এমএল/








