চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ‘বোতল চৌধুরী’ গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ‘বোতল চৌধুরী’ গ্রেফতার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে গ্রেফতার করা হয় তাকে।

এর আগে এদিন আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে আশিষ রায় চৌধুরীর গুলশানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

এর আগে গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন।

এ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত বাকি দুই আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।

প্রসঙ্গত, আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানী বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে মারা যায় সোহেল চৌধুরী। এ ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আদেশ দেন। এর দুই বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। তখন এক আসামি রিট আবেদন করেন হাইকোর্টে।

এরপর ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিভাগের তৎকালীন বিচারপতি এমএ মতিন ও সৈয়দ রিফাত আহমদের বেঞ্চ ওই রিট আবেদনে প্রথম তিন মাসের জন্য নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। তারপর ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।


ওআ/