Logo

বশেমুরকৃবিতে ‘দি আর্ট অভ টিচিং এন্ড ক্রিয়েটিভ পেডাগজি ফর হায়ার এডুকেশন' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৭
23Shares
বশেমুরকৃবিতে ‘দি আর্ট অভ টিচিং এন্ড ক্রিয়েটিভ পেডাগজি ফর হায়ার এডুকেশন' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত 'দি আর্ট অভ টিচিং এন্ড ক্রিয়েটিভ পেডাগজি ফর হায়ার এডুকেশন' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এ প্রশিক্ষণের উদ্বোধন বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল কক্ষে উচ্চ শিক্ষায় আধুনিকায়ন ও যুগোপযোগী করতে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ১০১ জন প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। 

আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণের রিসোর্স স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর ড. মাসুমা হাবিব। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকবৃন্দ কীভাবে পাঠদানকে অধিকতর কার্যকর করতে পারেন তা আজকের প্রশিক্ষণের মাধ্যমে তারা সার্বিক ধারণা পাবেন। এক্ষেত্রে শিক্ষকদের আধুনিক কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের মাঝে পাঠদানের বিষয়ে গুরুত্বারোপ করেন এ শিক্ষাবিদ ও বিজ্ঞানী।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD