সংবাদ প্রকাশ করায় সাংবাদিক বশিরের উপর দুর্বৃত্তদের হামলা


Janobani

মো. বাকি বিল্লাহ

প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪


সংবাদ প্রকাশ করায় সাংবাদিক বশিরের উপর দুর্বৃত্তদের হামলা
সাংবাদিক বশির হোসেন খান। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি‘র সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিবেদক বশির হোসেন খানের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিজয় নগর নাইটেঙ্গেল মোড়ে তিনি হামলার শিকার হন।


আরও পড়ুন: দোকান খুলে বসেছেন প্রকৌশলী অমিত


সাংবাদিক বশির হোসেন খান বলেন, শুক্রবার বেলা ১২টায় রিকশাযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে দিয়ে কিছু দূর সামনে পৌছালে অজ্ঞাত ৫/৬ জন হঠাৎ রিকশার গতিরোধ করে আমাকে উত্তেজিত কণ্ঠে গালাগাল ও রিকশা থেকে নামতে বলে। আমি পরিচয় জানতে চাইলে তারা আমাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। এসময় খুন-জখমের হুমকি দিতে থাকে এবং বলে, "তুই আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যাবি না, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলবো"। আমি ও রিকশা চালক আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।


আরও পড়ুন: দুই প্রকৌশলী’র কব্জায় সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি


এ সময় তিনি আরও বলেন, গত ১০ নভেম্বর "দুই প্রকৌশলী’র কব্জায় সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি",  ২ ডিসেম্বর তারিখে "ডিপিডিসির প্রকৌশলীর পকেটে ঘুষের টাকা", ৫ ডিসেম্বর তারিখে "দোকান খুলে বসেছেন প্রকৌশলী অমিত" এবং ৬ ডিসেম্বর তারিখে "ডিপিডিসির অমিত অধিকারীর দুর্নীতি, অভিযুক্ত প্রকৌশলীকে রক্ষায় তদন্ত কমিটির প্রধান মরিয়া" শিরোনামে দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আমি মনে করি, এই সংবাদে যেসব ব্যক্তিদের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে তারাই অজ্ঞাত সন্ত্রাসীদের পাঠিয়ে আমার জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে।


আরএক্স/