থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানো নিষেধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪


থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানো নিষেধ
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে ইয়াং জেনারেশনের ভেতরে কিছু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। তারা বিভিন্ন জায়গায় পানি-টানি খায়। এসব যে ঠিক না সেসব আগে থেকেই বোঝাতে হবে। 


রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,  বড় দিন এবং থার্টি ফাস্ট নাইট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না হয় সে দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে।


সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের (ভারত) অপপ্রচারের জবাব দিয়ে মুখে চুনকালি দিতে হবে তাদের। সীমান্তে সতর্কতা জারি আছে। আপনারা সত্য খবর প্রকাশ করেন।


আরএক্স/