শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের সঙ্গে কথা বলবে।
রবিবার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা
শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার।
তিনি বলেন, ভারতের সংবাদমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যা, গুজব সংবাদ প্রচার করতে চায়, এতে তাদের লাভ।
এমএল/