পরীমনি-বুবলীর দ্বন্দের ৯ মাস পর মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলীর মধ্যে চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুদ্ধ শুরু হয়। ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকার মধ্যে ঝামেলার সূত্রপাত হয় ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে। এক্ষেত্রে পরীমনির দাবি ছিল, তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন অভিনেত্রী ববুলী।
সোশ্যাল মিডিয়ায় বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরী লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো আর কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন শবনম বুবলী। পরীমনি হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।
আরও পড়ুন: নারী অবহেলিত হয় পুরুষের কাছেই: অপু বিশ্বাস
এরপরই পালটা পোস্ট দিয়ে বুবলী ফেসবুকে লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেরই মিল থাকছে।’
পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব তখন ফেসবুকেই সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি কখনো। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের কন্ঠশিল্পী নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে উদ্দেশ্য করে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও বিভিন্ন কথা বলেন।
বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই অভিনেত্রী পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে বসে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’
আরও পড়ুন: ‘তছনছ’ নিয়ে আসছেন ইয়ামিন হক ববি
এ সময় পরীমনি আরও বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে ধরণের স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা বেশ দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত ছিল। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই সেক্ষেত্রে কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থই তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার বড় শক্তি।’
বুবলীর সঙ্গে পরীমনির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস এখানে ইন্ধন জোগাচ্ছেন।
এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতিরই নাই। আর আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, আমি খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য কথা। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’
এমএল/