Logo

ছেলের বিয়ের সুখবর জানালেন আসিফ আকবর

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭
3Shares
ছেলের বিয়ের সুখবর জানালেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর তার পরিবারের একটি আনন্দঘন খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

স্ট্যাটাসে আসিফ লেখেন, জনাব বাদল শাহরিয়ারের কন্যা লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাদের পরিবারের নতুন সদস্য। রুদ্র ও শ্রেয়সীর দাম্পত্য জীবনের জন্য তিনি আন্তরিক শুভকামনা জানান এবং নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে ছেলে ও পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া চান তিনি।

বিজ্ঞাপন

আসিফ আরও জানান, তার বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিভাগে কর্মরত। ছুটি না পাওয়ায় তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

একই কারণে বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতাও টরন্টোতেই ছিলেন। পরিবারের এই বিশেষ দিনে তাদের অনুপস্থিতি যে তাকে আবেগাপ্লুত করেছে, সেটিও উল্লেখ করেন গায়ক।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষাংশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসিফ লেখেন, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’ তার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে রুদ্র–শ্রেয়সী দম্পতির জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD