Logo

‘কান্তারা’ বিতর্কে রণবীর সিংয়ের পাশে দাঁড়ালেন গুলশান দেবাইয়া

profile picture
বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০
3Shares
‘কান্তারা’ বিতর্কে রণবীর সিংয়ের পাশে দাঁড়ালেন গুলশান দেবাইয়া
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ছবি ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ ঘিরে ফের বিতর্কে জড়ালেন বলিউড তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি ২০২৫ (IFFI 2025)–এর মঞ্চে ‘কান্তারা’খ্যাত অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয় অনুকরণ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠান চলাকালীন ঋষভ শেঠির উপস্থিতিতেই ছবির আইকনিক ‘দৈব’ চরিত্রের অভিনয় নকল করেন রণবীর। এ সময় অসাবধানতাবশত তিনি পবিত্র ‘দৈব’ সত্তাকে ‘ভূত’ বলে উল্লেখ করেন, যা নেটিজেনদের একাংশের কাছে সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি অসম্মান হিসেবে ধরা পড়ে।

রণবীর বলেন, তিনি ‘কান্তারা’ দেখে মুগ্ধ হয়েছেন এবং ঋষভ শেঠির অভিনয় তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে দৈব চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেন—‘যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে…’। যদিও ঋষভ শেঠি তখনই তাকে থামানোর চেষ্টা করেন, রণবীর রসিকতার ভঙ্গিতে কথা চালিয়ে যান।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই রণবীরের আচরণকে ‘অসংবেদনশীল’ ও ‘ধর্মীয় সংস্কৃতির প্রতি অবমাননাকর’ বলে আখ্যা দেন। বিতর্ক বাড়তেই রণবীর সিং প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান, তার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়—একজন অভিনেতার প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করতেই তিনি এমনটি করেছিলেন।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছেন ‘কান্তারা’ ছবিতে রাজা কুলশেখরের চরিত্রে অভিনয় করা অভিনেতা গুলশান দেবাইয়া। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুলশান বলেন, ‘মানুষ আবেগে ভেসে গেলে কখনো কখনো ভুল করে ফেলে। রণবীরের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সে নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে। কেউ যদি এতে কষ্ট পেয়ে থাকেন, তাদের জানা উচিত যে রণবীর অনুতপ্ত। একজন মানুষ যখন তার ভুল স্বীকার করে নেয়, তখন আমাদের উচিত বিষয়টি সেখানেই শেষ করা এবং সামনে এগিয়ে যাওয়া।’

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD