প্রেক্ষাগৃহে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’

কলকাতার সিনেমা জগতে বড়দিন মানেই নতুন ছবির ভিড়। প্রতিবছরের মতো এবারও উৎসব ঘিরে মুক্তি পাচ্ছে একাধিক বড় বাজেটের ছবি।
বিজ্ঞাপন
সেই তালিকায় রয়েছে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রজাপতি ২’। তবে মুক্তির ঠিক আগ মুহূর্তে ছবিটি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে পোস্টার টাঙানো হলেও প্রদর্শনীর সূচিতে জায়গা পায়নি ‘প্রজাপতি ২’। বিষয়টি সামনে আসে দক্ষিণ কলকাতার একটি পরিচিত সিনেমা হলকে ঘিরে।
বিজ্ঞাপন
সেখানে হলের বাইরে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার একসঙ্গে দেখা গেলেও শো তালিকায় ছিল শুধু একটি ছবির নাম।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেই প্রেক্ষাগৃহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন দেব। তবে পোস্টে প্রতিদ্বন্দ্বী ছবির পোস্টারটি ঝাপসা করে দেন তিনি।
পোস্টে দেব লেখেন, ‘এই বছর আমাকে নানা তকমা দেওয়া হয়েছে—কেউ বলেছে মাফিয়া, কেউ আবার মেগাস্টার। অথচ বাস্তবটা দেখুন, সিনেমা হলে আমার ছবির পোস্টার ঝুললেও শো দেওয়া হয়নি। আশা করি এতে হল মালিকরা সন্তুষ্ট। কারণ তারা ভালো থাকলেই বাংলা সিনেমা টিকে থাকবে। সব বাংলা সিনেমা ভালো চলুক—বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবার জামদানিতে নজর কাড়লেন রুনা খান
প্রসঙ্গত, চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ মুক্তিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় অভিযোগ উঠেছিল, নিজের ছবিকে সুবিধা দিতে তিনি নাকি অন্য সিনেমার শো কমিয়ে দিয়েছেন। ওই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করা হয়।
বড়দিনের প্রাক্কালে ‘প্রজাপতি ২’ শো না পাওয়ার ঘটনায় সেই পুরোনো বিতর্ক নতুন করে সামনে এলো। নাম উল্লেখ না করলেও দেবের বক্তব্য যে মূলত হল মালিক ও পরিবেশকদের দিকেই ইঙ্গিত করে—তা বুঝতে অসুবিধা হয়নি টলিউড মহলের।








