Logo

হঠাৎ ছড়াল রিয়াজের মৃত্যু সংবাদ, মিলছে না কোনো নিশ্চিত তথ্য

profile picture
বিনোদন ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ২০:১০
3Shares
হঠাৎ ছড়াল রিয়াজের মৃত্যু সংবাদ, মিলছে না কোনো নিশ্চিত তথ্য
রিয়াজ আহমেদ | ফাইল ছবি

ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদকে ঘিরে নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্যকর গুঞ্জন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই রিয়াজ আহমেদ লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও। কেউ বলছেন, তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ দাবি করছেন, তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। তবে এসব কথার কোনোটি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি চলতি বছরের ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করাও সম্ভব হয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন

রিয়াজের ঘনিষ্ঠ এক শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, এমন কোনো দুঃসংবাদ ঘটলে এতক্ষণে বিষয়টি বড় আলোচনার জন্ম দিত। তার ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে এ ধরনের খবর ছড়ানো হলেও এর সত্যতা নিয়ে তিনি নিজেও সন্দিহান।

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে রিয়াজ আহমেদ এক উজ্জ্বল নাম। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় দুই দশক ধরে তিনি ছিলেন চলচ্চিত্রাঙ্গনের শীর্ষ নায়কদের একজন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রযাত্রা শুরু হয়। এরপর একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের প্রথম সারির তারকা হিসেবে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন রিয়াজ। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘অপারেশন সুন্দরবন’ ছিল তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের বাইরে রাজনৈতিক অঙ্গনেও একসময় সরব ছিলেন রিয়াজ। আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেন এবং বক্তব্য রাখেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি বিতর্কিত অবস্থান নিয়ে বিটিভি ও এফডিসিতে মানববন্ধনের নেতৃত্বেও ছিলেন। আলোচিত ‘আলো আসবেই’ নামের গ্রুপেও তার সক্রিয় উপস্থিতি ছিল।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর হঠাৎ করেই সব ধরনের যোগাযোগ ও প্রকাশ্য কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। সামাজিক মাধ্যম, ফোন কিংবা প্রকাশ্য কোনো মাধ্যমে তার উপস্থিতি নেই।

বিজ্ঞাপন

এ অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে রিয়াজ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি। ঢালিউডের এই জনপ্রিয় মুখ এখনো অনিশ্চয়তা আর রহস্যের আবরণেই রয়ে গেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD