৫৯ বছর বয়সে এমন দেহ! ভক্তদের বিস্ময় সালমানের ফিটনেসে

বলিউডের টাইগার সালমান খান ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দিতে চলেছেন। জন্মদিনের আগেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে তিনি দেখালেন অদ্ভুত ফিটনেস। জিমে ব্যস্ত ভাইজান, সুঠাম দেহে বার্ধক্যের কোনো ছাপ নেই।
বিজ্ঞাপন
ছবির সঙ্গে মজার ক্যাপশন দেন, “আমি চাই, ৬০ বছরে পৌঁছে এমনই দেখতে পারি! আর সেটা মাত্র ৬ দিন পর…” ভক্তদের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বসিত। এক ভক্ত লিখেছেন, “এদিকে আমি ৩৫-এ—পিঠের ব্যথায় কাতর।”
আরেকজন মন্তব্য করেছেন, “৫৯-এ এমন শরীর, যা ৩০ বছরের অনেককেই হার মানাবে। বয়স কেবল সংখ্যা।”
বিজ্ঞাপন
সালমানের ফিটনেসকে তার আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সঙ্গে মিলিয়ে দেখছেন ভক্তরা। নির্মাতারা ২৭ ডিসেম্বর, অর্থাৎ সালমানের ৬০তম জন্মদিনে ছবির প্রথম টিজার প্রকাশের পরিকল্পনা করছেন। টিজারের আগে এক বা দুটি পোস্টারও প্রকাশ পেতে পারে।
ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাইন শ, হীরা সোহাল, অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়া এবং বিপিন ভরদ্বাজ।








