মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব ১৩ বছরের প্রেমের গুঞ্জনের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর থেকেই এই দম্পতি ভক্তদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু।
বিজ্ঞাপন
এবার তারা ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদের কিছু একান্ত মুহূর্তের ছবি।
ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা। কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে ভাবছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের মন জয় করছে।
বিজ্ঞাপন
শুধু সমুদ্র বিলাস নয়, মেহজাবীন-আদনান রিসোর্টে সাইকেলিং-এও মেতে উঠেছেন। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন। তাদের শেয়ার করা অ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।








