Logo

সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ: চমক

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৫
11Shares
সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ: চমক
ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন নিজের অভিনয় এবং সৌন্দর্যে। ক্যারিয়ারের শুরু থেকেই তার ঠোঁটকাটা স্বভাব ও স্পষ্টভাষিতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

বিজ্ঞাপন

তবে এবার যেন খানিকটা সুর বদলালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ।

ফেসবুক হ্যান্ডেলে দেওয়া পোস্টে চমক লেখেন, এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।

বিজ্ঞাপন

তিনি মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত করেছেন। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।

তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

অনেকেই তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD