এবার ভক্ত-সমর্থকদের মুগ্ধ করলেন অপু বিশ্বাস

বড় পর্দার আলো ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুললেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস। একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে দর্শকের হৃদয় জয় করা এই জনপ্রিয় নায়িকা যেন সময়ের সঙ্গে আরও বেশি চমকপ্রদ হয়েছেন।
বিজ্ঞাপন
নতুন লুক, নতুন উপস্থিতি— প্রতিবারই ভক্তদের তাক লাগিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন তিনি। সম্প্রতি ওয়েস্টার্ন লুকে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ধরা দিলেন অপু।
তার শেয়ারকৃত ছবিগুলোতে দেখা যায়, পরনে শুভ্র সাদা রঙের একটি স্টাইলিশ কোট। কানের দুল আর গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিক ও আভিজাত্যের ছাপ।
বিজ্ঞাপন
ক্যাপশনে অপু লিখেছেন, ‘তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।’ এদিকে অপুকে গ্ল্যামারাস লুকে দেখে আপ্লুত তার ভক্ত অনুরাগীরা। মুহূর্তেই ছবির কমেন্ট বক্স ভরে ওঠে প্রশংসায়।
উল্লেখ্য, সব মিলিয়ে, পার্শ্ব চরিত্র থেকে ঢালিউড কুইন হয়ে ওঠার এই দীর্ঘ পথচলায় অপু বিশ্বাস নিজেকে প্রমাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে। একের পর এক সফল সিনেমা ও দর্শকপ্রিয়তায় ঢালিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি। ভবিষ্যতেও তার নতুন কাজ ও ভিন্ন রূপে পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।








