Logo

কবি নজরুলের পাশে সমাহিত হাদি, শ্রদ্ধায় বিদায় জানালেন তারকারা

profile picture
বিনোদন প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩১
6Shares
কবি নজরুলের পাশে সমাহিত হাদি, শ্রদ্ধায় বিদায় জানালেন তারকারা
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে সারা দেশজুড়ে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০মিনিট তার দাফন সম্পন্ন হয়। সেখানে উপচেপড়া মানুষের ঢলে জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ, দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বড় তারকারাও।

শহীদ হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ আবেগঘন একটি বার্তা প্রকাশ করেন, বিদায় শরীফ ওসমান হাদি। বাংলাদেশের প্রতিটি হৃৎস্পন্দন তোমাকে স্মরণ করবে। তোমার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই আমরা চালিয়ে যাব।

বিজ্ঞাপন

ছোটপর্দার অভিনেতা রাশেদ সীমান্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, দল বা নেতা-নেত্রীর দাস নয়, দাস হোন দেশের ও বিবেকের। হাদি, আপনার অবর্তমানে আপনি থাকবেন মানুষের হৃদয়ে।

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেছেন, হাদি চেয়েছিল কয়েকটা ভোট, পেয়ে গেল পুরো দেশ। এটাই বীরদের গল্প।

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন ৫০০ ভোট পেলেও আলহামদুলিল্লাহ। আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

বিজ্ঞাপন

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন বলেন, একটা ভোটের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন, আর আজ গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন। বিদায় হে চির বিপ্লবী।

নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্না নিজের আবেগ প্রকাশ করে লেখেন, আমি ভাগ্যবান, ওসমান হাদির ভাই।

বিজ্ঞাপন

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা মাসরুর ইনান তার পক্ষে লিখেছেন, লাখো মানুষের দোয়ায় আজ শুধু তুমি। এর চেয়ে সুন্দর কিছু হয় না।

এছাড়া জনপ্রিয় দম্পতি বাংলাদেশি হাবিব ও বেলারুশের নাতালিয়া লিখেছেন, যাকে বলা হয়েছিল ৫০০ ভোটও পাবে না, তার জানাজায় ইতিহাসের অন্যতম বড় উপস্থিতি। আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হাদি, বাংলাদেশ তোমাকে অনেক দিন মনে রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেন এক আবেগঘন স্থান হয়ে ওঠে। যেখানে হাজারো মানুষের উপস্থিতি শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এর মধ্যে দেশী-বিদেশী সংস্কৃতি অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একে অপরের সঙ্গে শেয়ার করেছেন আবেগঘন পোস্ট।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD